Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

দর্শনীয় স্থান

ক্রমিক নাম কিভাবে যাওয়া যায় অবস্থান
রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী কুষ্টিয়া শহর হতে রবীন্দ্রনাথ এর কুটি বাড়ির দূরুত্ব প্রায় ২০ কিলোমিটার। কুষ্টিয়া শহর হতে অটো রিক্সা, সিএনজি ও ইজি বাইক ও অন্যান্য বাহন যোগে সহজেই এবং খুবই কম খরচে শিলাইদহ কুটি বাড়ি যাওয়া যায়।
বাউল সম্রাট লালন শাহের মাজার কুষ্টিয়া বাস স্ট্যান্ড হতে রিক্সা/অটোরিক্সাযোগে ছেউরিয়া নামক স্থানে, ভাড়া ৩০-৫০/-। কুষ্টিয়া বড় রেলস্টেশন হতে বাস স্ট্যান্ড হতে রিক্সা/অটোরিক্সাযোগে ছেউরিয়া নামক স্থানে, ভাড়া ২০-৩০/-।
মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা কুষ্টিয়া বাস স্ট্যান্ড হতে রিক্সা/অটোরিক্সাযোগে সৈয়দ মাসুদ রুমি সেতুর টোল ঘাটের পাশেই লাহিনীপাড়া মোড় নামক স্থানে, ভাড়া ৩০-৫০/-।
কাঙ্গাল হরিনাথ মজুমদারের বাস্তুভিটা কুমারখালী বাস স্ট্যান্ড হতে ১ কিলোমিটার দক্ষিণে। সিএনজি, রিক্সা ও মটর সাইকেল যোগে যাওয়া যায়।
বাঘা যতীন কুমারখালী উপজেলা থেকে বাস বা সিএনজি, রিক্স, মোটর সাইকেল যোগে যাওয়া যায়।কুমারখালী উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার।


Share with :

Facebook Twitter