Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সোনালী প্রি-পেইড কার্ড বিষয়ক প্রশ্নোত্তর

সোনালী প্রি-পেইড কার্ড বিষয়ক প্রশ্নোত্তর
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

প্রিয় উদ্যোক্তাবৃন্দ
শুভেচ্ছা!

সোনালী ব্যাংকের প্রি-পেইড কার্ড সম্পর্কে আপনাদের জিজ্ঞাসার প্রেক্ষিতে কিছু প্রশ্নোত্তর।-

 

১। সোনালী প্রি-পেইড কার্ড কেন?

-একসেবা হতে প্রদেয় সকল অনলাইন সেবার পেমেন্ট এই কার্ড হতে দেয়া যাবে।

২। কার্ড কিভাবে পাবেন?

-জেলা পর্যায়ে উদ্যোক্তাদের ৩ দিন ব্যাপী যে প্রশিক্ষণ কর্মসূচী হয়েছে সেখানে একটি অংশ ছিল সকল উদ্যোক্তাবৃন্দ সোনালী কার্ডের আবেদন পূরণ করবে এবং জেলা প্রশাসকের কার্যালয় হতে সকল কার্ড একটি ফাইলে করে এটুআই বরাবর প্রেরণ করবে।

৩। সোনালী প্রি-পেইড কার্ডের আপডেট কি?

-৩টি জেলার ২৩৮টি কার্ড (গাইবান্ধা, যশোর ও মুন্সীগঞ্জ) উদ্যোক্তারা হাতে পেয়েছে। একটিভ ও করা হয়েছে। আমরা লেনদেন শুরু করতে বললেই চূড়ান্ত ভাবে পেমেন্ট করতে পারবে। এছাড়া সোনালী ব্যাংকে আরো ১৫০০ টি আবেদন ফর্ম কার্ডের জন্য প্রক্রিয়াধীন আছে।

৪। কার্ড হাতে পেয়েছি। এখন কি করব?

-এ ব্যাপারে শীঘ্রই নির্দেশনা দেয়া হবে।

৪। জেলা পর্যায়ে ট্রেনিং হয়েছে কিন্তু কার্ডের আবেদন করি নি কিংবা জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি ফাইলে করে পাঠায়নি। এখন কি করব?

-এক্ষেত্রে একটি কাজ করতে হবে, আপনার উপজেলার সকল উদ্যোক্তারা মিলে একসেবা হতে কার্ডের আবেদন ফর্ম (http://eksheba.gov.bd/webs…/sonali_bank_card_application.pdf) ডাউনলোড করে ফর্মটি পূরণ করে সাথে ছবি ও জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে উপজেলা নির্বাহী স্যারের অফিস হতে এই ঠিকানায় প্রেরণ করবেন। [ জনাব মোঃ পারভেজ হাসান, (উপ-সচিব), ন্যাশনাল কনসালটেন্ট ফর লোকাল ডেভেলপমেন্ট, এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা, মোবাইলঃ ০১৭১২১৫১২০০ ]

৫। কার্ড বিষয়ক তেমন কিছু জানিনা। কি করতে পারি?

-আমাকে কল কিংবা ইমেইল করুন।

ধন্যবাদ
কামাল হোসাইন সৈকত
এটুআই প্রোগ্রাম
০১৯১৬৭৪২২১৯
shoykotbd@gmail.com