গ্রাম পুলিশের কার্যাবলী নিম্নরুপঃ |
|
ক) খ) গ) ঘ)
ঙ)
চ) ছ) জ) ঝ)
ঞ)
চ) |
দিনে ও রাতে ইউনিয়ন পাহারা ও টহলদারী করা; অপরাধের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করবেন এবং অপরাধীদের গ্রেফতা করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করবেন। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজ সম্পাদনে সহায়তা দান; ইউনিয়ন পরিষদের আওতাধীন থানার অফিসার ইন-চার্জের নিকট তিনি তার রাষ্ট্রীয় দায়ীত্ব হিসাবে ১৫দিনে একবার হাজিরা দিবেন এবং তার এলাকার বিষয়াদি অবহিত করবেন। থানার ওসিকে তিনি নিজ এলাকার সকল কলহ সম্পর্কে জানাবেন যা থেকে সঠিক বা গুরুত্বর শাস্তিভঙ্গের কারণ হতে পারে। এছাড়াও ইউনিয়নের শান্তিভঙ্গের কারণ হতে পারে এমন আশঙ্কাজনক কোন সংবাদ তার জানাথাকলে তাও ওসিকে জানাবেন; তিনি জন্ম ও মৃত্যুর রেজিষ্ট্রার রক্ষণাবেক্ষণ করবেন এবং জন্ম ও মৃত্যু বিষয়ক রিপোর্ট ইউনিয়ন পরিষদে পেশ করবেন; এলাকায় মানুষ, পশু-পাখী বা শস্যের কোন মহামারী আকারে দেখা দিলে তা অতিসত্বর ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন; কোন বাঁধ বা সেচে কোন ক্ষতি সাধিত হলে তা অতি সত্বর ইউনিয়ন পরিষদকে জানাবেন; তিনি এলাকায় কোন ধরণের ক্ষয়-ক্ষতি হলে, কেউ কোন ভাল কাজে বাধা দান করলে বা অবৈধ দখল ইত্যাদি বিষয়ে বা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পড়ে সে ধরণের খবর অতিসত্বর ইউনিয়ন পরিষদকে জানাবেন যার ফলে ইউনিয়ন পরিষদ প্রয়োজনে মধ্যস্থতা করতে পারে; তিনি গ্রামে কর আদায়ের কাজে রেভিনিউ-কর্মকর্তাকে সহায়তা করবেন এবং ভাড়া আদায় ও ভূমি-উন্নয়ন কর, রেট, ফিস ও অন্যান্য প্রাপ্য আদায়েও সহায়তা করবেন; ও তিনি অফিসিয়াল প্রয়োজনে স্থানীয় কোন তথ্যের প্রয়োজন হলে তা সরবরাহ করবেন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস